কিশতওয়ার, ৩ অক্টোবর (হি.স.): সুরক্ষা বাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াইয়ে অশান্ত হয়ে উঠলো জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলা। জঙ্গিদের উপস্থিতি সম্পর্কে খবর পাওয়ার পর কিশতওয়ারের ছাতরু এলাকায় অভিযান চালায় সুরক্ষা বাহিনী। জঙ্গিরা যাতে পালিয়ে যেতে না পারে, সে জন্য চারিদিক ঘিরে রেখেছে সুরক্ষা বাহিনী। মাঝেমধ্যেই গুলির শব্দ শোনা যাচ্ছে ওই এলাকায়। ওই এলাকায় আরও বাহিনী পাঠানো হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও ওই গুলির লড়াই চলছে। জঙ্গিরা কোন সন্ত্রাসবাদী সংগঠনের তা জানা যায়নি।
2024-10-03