BRAKING NEWS

কল্যাণপুর থানায় ঝটিকা সফরে রাজ্য পুলিশের মহা নির্দেশক অমিতাভ রঞ্জন

নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ৩ অক্টোবর: বৃহস্পতিবার দুপুরে রাজ্য পুলিশের মহা নির্দেশক অমিতাভ রঞ্জন কল্যাণপুর থানা পরিদর্শন করেন। রাজ্য পুলিশ এর ডি জির সাথে ছিলেন খোয়াই জেলার পুলিশ সুপার রমেশ কুমার যাদব, অতিরিক্ত পুলিশ সুপার প্রবীর পাল , মহকুমা পুলিশ  আধিকারিক পান্না লাল সেন , কল্যাণপুর থানার ওসি তাপস মালাকার প্রমুখ।

মূলত জানা গেছে দূর্গা পুজোয় সার্বিক শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং প্রশাসনিক একাধিক কারনে রাজ্য পুলিশ এর মহা নির্দেশক রাজ্যের প্রতি টি থানা এবং পুলিশ ক্যাম্পেই  ঘুরছেন। এরই অঙ্গ হিসাবে বৃহস্পতিবার তিনি কল্যাণপুর থানা তে এলেন। রাজ্য পুলিশ এর মহা নির্দেশক জানান নিজেদের মধ্যে পুলিশ এর যে সিস্টেম, পরিকাঠামো গত সমস্যা রয়েছে এবং আইন শৃঙ্খলা নিয়ে বিস্তারিত কথা বলতেই তার কল্যাণপুর থানা সফর।

তিনি বলেন গত ১০ বছরের তুলনায় এই বছর অপরাধ এর রেট অনেক কম। তিনি জানান পেশাগত ভাবে ত্রিপুরা পুলিশ যে শক্ত ভিতের উপর দাঁড়িয়ে আছে সেটা বারবার প্রমাণিত হয়েছে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব কে নির্ভিগ্নে সম্পন্ন করতে পুলিশ একাধিক ব্যবস্থা গ্রহণ করেছে। প্রতি থানা এবং রিজার্ভ এ অতিরিক্ত বাহিনী আসতে চলেছে। ডিজি বলেন চাঁদার জুলুম বাজি কোন ভাবেই বরদাস্ত করা হবে না। এমন কোন খবর এলে কড়া ব্যবস্থা গ্রহণ করতে পুলিশ কে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ডি জির সফর কালীন সময়ে থানার গাড়ি, ক্যান্টিন ইত্যাদির ব্যাপারেও আলোচনা হয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *