আগরতলা, ২ অক্টোবর: আধুনিক ভারত নির্মাণে মহাত্মা গান্ধীর অবদান অপরিসীম। তাছাড়া, অহিংসা, নিঃস্বার্থ সেবা ও স্বচ্ছতার মূর্ত প্রতীক ছিলেন তিনি। আজ তাঁর ১৫৫তম জন্মদিন উপলক্ষ্যে একথা বলেন শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা।
আজ মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষ্যে রাজ্য সরকার উদ্যোগে প্রথম সার্কিট হাউজ স্থিত গান্ধী মূর্তির পাদদেশে এবং পরে গান্ধী ঘাট শহীদ বেদীতে মাল্যদান করেন।রাজ্য সরকারের শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা। এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পশ্চিম জেলাশাসক বিশাল কুমার এবং মহাকুমা শাসক সহ অন্যান্যরা।
এদিন মন্ত্রী সান্তনা চাকমা বলেন, আজ মহাত্মা গান্ধীর জন্মদিন। অহিংসা, নিঃস্বার্থ সেবা ও স্বচ্ছতার মূর্ত প্রতীক ছিলেন জাতির জনক মহাত্মা গান্ধীজী। তাঁর ১৫৫ তম জন্ম জয়ন্তী উপলক্ষে সারা ভারতব্যাপী গত ১৭ সেপ্টেম্বর থেকে ২রা অক্টোবর পর্যন্ত ‘স্বচ্ছতা হি সেবা’ কর্মসূচি পালন করা হয়েছে। এদিন তিনি আরও বলেন, গ্রামের উন্নয়নের তিনি প্রতিনিয়ত কাজ করে গিয়েছেন। সেই দিশায় বিজেপি সরকার কাজ করছে।