গোরক্ষপুর, ২ অক্টোবর (হি.স.): বিগত কিছু দিন ধরে একনাগাড়ে বৃষ্টি হয়েই চলেছে উত্তর প্রদেশে। অত্যধিক বৃষ্টির জন্য গোরক্ষপুরে রাপ্তি নদীর জলস্তর বাড়ছে। অতিরিক্ত বৃষ্টির কারণে রাপ্তি নদীর জল বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার প্রভাব পড়ছে আশেপাশের অনেক গ্রামে।কমান্ডার সঞ্জীব গুপ্তা বলেছেন, “বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সমস্ত সহায়তা সরবরাহ করা হচ্ছে, তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে… বন্যার সময় আমাদের উদ্দেশ্য ঘটনাস্থলে গিয়ে (বন্যা কবলিত স্থানে) গিয়ে দেখতে হবে সেখানকার মানুষ নিরাপদে আছে কি না বা কেউ আহত হয়েছে কি না… নেপাল থেকে প্রতিদিনই বিপুল পরিমাণ জল ছাড়া হচ্ছে, তাই রাপ্তি নদীর জলস্তর বাড়ছে।”