নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ২ অক্টোবর: প্রতি বছরের ন্যায় এবারও স্মাইল সামাজিক সংস্থা শারদীয়া দুর্গোৎসব মহালয়ার শুভ লগ্নে এবং মহাত্মা গান্ধীর জন্মদিনে দুঃস্থ গরীব পরিবারের মধ্যে বস্ত্র দানের আয়োজন করে।
বুধবার কমলপুর শহরের অফিস রোডে স্মাইল সামাজিক সংস্থার ঘরে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে দুঃস্থ একশো জন মহিলাকে নতুন শাড়ী, কুড়ি জন দুঃস্থ বৃদ্ধ কে নতুন ধুতি ও গেঞ্জি দান করা হয়। উপস্থিত ছিলেন শহরের বিশিষ্ট সমাজসেবী রনজিৎ দেববর্মা সহ স্মাইল সামাজিক সংস্থার কর্মকর্তাগণ।
স্মাইল সামাজিক সংস্থার কর্মকর্তা উজ্জ্বল দাস জানান, স্মাইল সামাজিক সংস্থা চার বছর ধরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে মহালয়ার পূর্ন লগ্নে দুঃস্থ পরিবারের মহিলা পুরুষদের মধ্যে নতুন বস্ত্র বিতরন করা হয়। তাছাড়া বছরের প্রতিদিন পুরানো বস্ত্র কালেকশন করে গরীবদের মধ্যে দান করা হয়। স্মাইল সামাজিক সংস্থা সর্বদা মানুষের পাশে আছে।