গঙ্গাসাগর, ২ অক্টোবর (হি.স.): মহালয়ার সকালে দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরে তর্পণ করতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়লো যাত্রীবোঝাই গাড়ি। দুর্ঘটনায় জখম হয়েছেন কমপক্ষে ১০ জন। তাঁদের কাকদ্বীপ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে সাত জনের অবস্থা গুরুতর। বুধবার সকাল সাতটা নাগাদ ঘটনাটি ঘটে কাকদ্বীপের কামারহাট এলাকায় ১১৭ নম্বর জাতীয় সড়কে। আহতরা বারুইপুরের থানার অন্তর্গত চাম্পাহাটির বাসিন্দা। পুলিশ জানিয়েছে, বুধবার সকালে কাকদ্বীপের কামারহাট এলাকায় ১১৭ নম্বর জাতীয় সড়কে একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়লে ১০ জন আহত হন। তাঁরা গঙ্গাসাগর যাচ্ছিলেন।