আগরতলা, ৩০ সেপ্টেম্বর : একবার বিচার হয়ে গেলে কোনও মামলার পুনরায় তদন্ত করার কোনো বিধান নেই। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের পাল্টা জবাবে এমনটাই দাবি করলেন বিধায়ক সুদীপ রায় বর্মণের।
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা পুলিশ আধিকারিকদের পুরনো খুনের মামলার ফাইল খুঁজে বের করার নির্দেশ দিয়েছিলেন। সেই পরিপ্রেক্ষিতে কংগ্রেস বিধায়কের কটাক্ষ, বর্তমান এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীর মধ্যে আবোল – তাবোল বলার প্রতিযোগিতা চলছে। তিনি আইনমন্ত্রী হয়ে এরকম মন্তব্য করার উচিত হয়নি। তিনি কারোর সাথে পরামর্শ করে জনসম্মুখে তাঁর বক্তব্য তুলে ধরতে পারতেন।
শ্রী বর্মন দাবি, একবার বিচার হয়ে গেলে কোনও মামলার পুনরায় তদন্ত করা যায় না। নিজেকে জনসম্মুখে হাসির খোরাক বানিয়ে দিয়েছেন।তিনি ২১টি দপ্তরের ভার নিয়েছেন। কিন্তু জনগণ বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন। রাজ্যে শিক্ষার বেহাল দশা হয়েছে। তাঁর কথায়, ত্রিপুরায় স্বাস্থ্য, শিক্ষার হাব তৈরী হয়নি। আসলে ত্রিপুরায় বিজেপির জামানায় হার্মাদ বাহিনীর হাব হয়েছে।

