সাত দফা দাবিতে সদর মহকুমা শাসকের নিকট গণ ডেপুটেশনে প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: সাম্প্রতিক বন্যায় কৃষক, মৎস্যজীবী, পশুপালক, সহ সমস্ত শ্রমজীবী মেহনতি পরিবার গুলোকে পর্যাপ্ত আর্থিক সহায়তা প্রদানের দাবিতে সদর মহকুমা শাসকের কাছে গণ ডেপুটেশনে মিলিত প্রদেশ কংগ্রেস। এদিন শহরে বিক্ষোভ মিছিল করে মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করা হয়েছে। 

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক সুদীপ রায় বর্মণ বলেন, সাম্প্রতিক বন্যায় সারা রাজ্যের লক্ষ লক্ষ মানুষ ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে এক সহায়সম্বলহীন অনিশ্চিত জীবনের সম্মুখীন হয়েছে। কৃষি, মৎস্যচাষ সহ অন্যান্য বিভিন্ন জীবিকার মানুষ আজ দুর্বিষহ দিন যাপন করছে। সরকারের তরফ থেকে পর্যাপ্ত পরিমাণে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করা হলেও বাস্তবে মেহনতি সহ বৃহত্তর গরিব অংশের মানুষ আজ নিরন্ন অসহায়। 

এদিন তিনি আরও বলেন, সর্বদলীয় বৈঠকে প্রদেশ কংগ্রেসের তরফ থেকে দাবি করা হয়েছিল অনতিবিলম্বে কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্যের এই ভয়াবহ বন্যাকে জাতীয় বিপর্যয় হিসাবে ঘোষনা দেওয়ার দাবি জানানো হয় এবং বিশেষ প্যাকেজ ঘোষণা করার দাবি করা হয়। রাজ্য সরকারের কাছে দাবি জানানো হয় বন্যা কবলিত মানুষদের জীবন নতুন ভাবে শুরু করার লক্ষে পর্যাপ্ত আর্থিক সহায়তা যেন প্রদান করা হয়। কেন্দ্রীয় সরকার ১ পয়সাও বন্যা ক্ষতিগ্রস্থদের স্বার্থে রাজ্য সরকারকে দেয়নি। এতেই বোঝা যায় ত্রিপুরা নিয়ে এরা উদাস বলে ক্ষোভ ব্যক্ত করেন তিনি। 

এদিন তিনি আরও বলেন, গন্ডাছড়ায় যে পুজো হচ্ছে না এনিয়ে বলার কেউ নেই। শাসক দলের নেতাকর্মীরা বর্তমানে সবকিচু লুটে পুটে খাওয়ার অমানবিক খেলায় মত্ত।

পাশাপাশি, আজ প্রদেশ কংগ্রেস ভবনে মান্দাই বিধানসভা কেন্দ্র থেকে ২৬ পরিবারের ১২১ জন ভোটার বিজেপি এবং সিপিএম দল ছেড়ে জাতীয় কংগ্রেস দলে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা দিয়ে বরণ করে নেন বিধায়ক শ্রী সুদীপ রায় বর্মন।