বিগত দিনে রাজনৈতিকভাবে পুলিশকে ব্যবহার করা হত, বর্তমান সময়ে তাঁদের উপর রাজনৈতিক কোনো চাপ নেই : মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩০ সেপ্টেম্বর : বিগত দিনে রাজনৈতিকভাবে পুলিশকে ব্যবহার করা হত। কিন্তু বর্তমান সময়ে পুলিশের উপর রাজনৈতিক কোনো চাপ নেই।আজ ত্রিপুরা পুলিশ হেডকোয়ার্টারে রাজ্য ও জেলাস্তরে দায়িত্বপ্রাপ্ত উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে পর্যালোচনা বৈঠকে এমনটাই দাবি করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক(ডা.) মানিক সাহা।

এদিন শ্রী সাহা বলেন, রাজ্যের আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ প্রাধান্য দিয়ে ক্রমাগত কাজ করছে বিজেপি সরকার। সরকারের প্রয়াসে ১০ বছর পূর্বের তুলনায় বর্তমানে অপরাধের মাত্রা অনেকটাই কমেছে । উৎসবের দিনগুলোতে সাধারণ জনগনের সুরক্ষা ও সাচ্ছন্দ্য ১০০% সুনিশ্চিত করার লক্ষ্যে কাজ করতে হবে। তাই স্বচ্ছতা বজায় রেখে পুলিশ অফিসারদের কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি।

এদিন তিনি আরো বলেন, একটা সময় ছিল থানায় বিচার জানিয়েও কাজ হত না। দেখা যেত এফআইএর করলে পরবর্তী সময়ে আদালতে তা খারিজ হয়ে যেত। পুরনো সব মামলার ফাইল খুঁজে পুনরায় তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছেন তিনি।তাছাড়া, রাজ্যে ট্রাফিক পুলিশের সংখ্যা কম রয়েছে। শহরে অত্যাধিক মাত্রায় যানজট বাড়ছে। এই যানজটকে নিয়ন্ত্রণ করতে প্রচেষ্টা চালিয়েছে রাজ্য সরকার।

তাঁর কথায়, বিভিন্ন ক্লাবের চাঁদার ঘটনাগুলিকে বিরোধীরা ইস্যু বানাচ্ছেন। বিরোধীরা প্রমাণ করতে চাইছেন ত্রিপুরায় আইনের শাসন নেই। কিন্তু চাঁদার জুলুমবাজি রুখতে ময়দানে রয়েছে আরক্ষা প্রশাসন। এবিষয়ে পুলিশ আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *