আগরতলা, ৩০ সেপ্টেম্বর : একলব্য পরিসরে ৩০-০৯-২০২৪ তারিখে হিন্দি পথবাড়া অনুষ্ঠানের সমাপ্তি সমারোহ উদযাপন করেছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর কালীচরণ ঝা, সহকারী অধ্যাপক (হিন্দি), ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। তাঁর ভাষণে তিনি ভারতবর্ষে সমন্বয় এবং যোগাযোগের ভাষা হিসেবে হিন্দি ভাষার গুরুত্ব তুলে ধরেন।
তিনি মতপ্রকাশ করেন যে, এই দেশের সমস্ত প্রতিষ্ঠানে হিন্দির ব্যবহার সর্বাধিক করা উচিত যাতে হিন্দি জাতীয় ভাষার মর্যাদা অর্জন করতে পারে। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যাম্পাসের নিরদেশক অধ্যাপক প্রভাত কুমার মহাপাত্র। এই অনুষ্ঠানের সমন্বয়কারী ছিলেন ডাঃ ব্রহ্ম নন্দ মিশ্র, সহকারী অধ্যাপক (হিন্দি)। এ সময় সকল কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

