নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (হি. স.) : দিল্লির দ্বারকা আন্ডারপাসের কাছে একটি চলন্ত গাড়িতে হঠাৎ আগুন লেগে যায়। সোমবার সকালে এই ঘটনা ঘটে। গাড়িতে আগুন লাগলে চারদিকে হইচই পড়ে যায়। আগুনের কারণে আইওসি লাইট থেকে এনসিজি লাইটের দিকে যান চলাচল ব্যাহত হয়েছে। আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পাঠানো হয়। দমকল সূত্রে জানা গেছে, সকাল ৯টা ১৭ মিনিটে গাড়িতে আগুন লাগার খবর পাওয়া যায়। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা। এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই।
2024-09-30

