আগরতলা, ২৯ সেপ্টেম্বর: মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রবিবার রামনগর এলাকায় সদস্যতা অভিযানে অংশগ্রহণ করেন।
বিজেপির সদস্যতা অভিযান অব্যাহত রয়েছে। দলের বিভিন্ন স্তরের নেতারা এই সদস্যতা অভিযানে সামিল হচ্ছেন। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রবিবার রামনগর বিধানসভা এলাকায় সদস্যতা অভিযানে অংশগ্রহণ করেন।
সদস্যতা অভিযানে অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা বলেন, এ বছর সারা দেশে ১৮ কোটি সদস্য সংগ্রহ করার লক্ষ্যমাত্রা ধার্য করেছে দল। আমাদের রাজ্যে সদস্যতা সংগ্রহের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে লক্ষ্য। ইতিমধ্যেই প্রায় ছয় লক্ষ সদস্যতা সংগ্রহ হয়ে গেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এটি খুবই ভালো লক্ষণ বলে তিনি উল্লেখ করেন। নির্ধারিত সময়ের মধ্যেই লক্ষ্যমাত্রা পূরণ হবে বলেও তিনি দাবি করেন। প্রসঙ্গক্রমে তিনি জানান গত বছর রাজ্যের সদস্যপদ সংগৃহীত হয়েছিল সাড়ে ছয় লক্ষ।