আগরতলা, ২৯ সেপ্টেম্বর: দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ১১৪ তম মন কি বাত অনুষ্ঠিত হয়েছে। ৬ আগরতলা মন্ডলে কার্যকর্তাদের নিয়ে মন কি বাত শুনলেন মুখ্যমন্ত্রী।
রামনগর মন্ডলের কার্যকর্তাদের নিয়ে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন কি বাত অনুষ্ঠান শুনলেন মুখ্যমন্ত্রী। মন কি বাত অনুষ্ঠান শোনার পর মুখ্যমন্ত্রী বলেন, বিরোধীদের মতো রাজনীতি করতে চাই না আমরা। বিরোধীরা বরাবরই বলে চলেছে রাজ্যে আইন শৃঙ্খলা নেই।
এ প্রসঙ্গে বিরোধীদের কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, এই রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার আগে প্রতিনিয়ত কোন সন্ত্রাস ধর্ষণ নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। বিরোধীদের এসব বক্তব্যের জবাব দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন তাদের আমলে যেসব ঘটনা ঘটেছিল সেই সব ঘটনায় ক্ষতিগ্রস্তদের ন্যায় পাইয়ে দিতে প্রয়োজন হলে নতুন করে মামলাগুলো ওপেন করা হবে।