আগরতলা, ২৯ সেপ্টেম্বর: লায়ন্স ক্লাব আগরতলার উদ্যোগে রবিবার পিস পোস্টার প্রতিযোগিতার আয়োজন করা হয়। ১১ বছর থেকে ১৩ বছর বয়সীদের মধ্যে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
লায়ন্স ক্লাব অব আগরতলার উদ্যোগে রবিবার আগরতলায় পিস পোস্টার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন স্কুল থেকে আগত প্রতিযোগীদের মধ্যে প্রথম তিনজনকে পুরস্কৃত করা হবে। পাশাপাশি প্রত্যেককেই সার্টিফিকেট প্রদান করা হবে।
প্রথম যে হবে সে যদি পরবর্তী প্রতিযোগিতা গুলিতে প্রথম হতে পারে তাহলে আন্তর্জাতিক পর্যায়ে শিকাগো শহরে পরিবারের একজনকে সঙ্গে নিয়ে যাওয়ার সুযোগ পাবে।