আগরতলা, ২৯ সেপ্টেম্বর: সদস্যতা অভিযানে অংশগ্রহণ করতে আবারো রাজ্যে এলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। এদিন তাকে আগরতলা বিমানবন্দরে স্বাগত জানান দলীয় নেতৃবৃন্দ।
রাজ্যে এলেন পশ্চিমবাংলার বিজেপির লড়াকু নেতা তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। রাজ্য সফর কালে তিনি সদস্যতা অভিযানে অংশগ্রহণ করবেন।
আগরতলা বিমান বন্দরে অবতরণ করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন সাংসদদের ঘোষ বলেন, ত্রিপুরায় সদস্যতা অভিযানে ব্যাপক সারা মিলেছে। তিনি এর আগেও সদস্যতা অভিযানে রাজ্যে অংশ গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং দলীয় সভাপতি প্রত্যেক প্রবীণ নেতাদের বিভিন্ন রাজ্যে গিয়ে সদস্যতা অভিযানে অংশগ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছেন। দলীয় নির্দেশেই তিনি রাজ্যে এসেছেন বলে জানান।
এদিন তিনি পশ্চিম বঙ্গের আর জি করের ঘটনার প্রসঙ্গ তুলে ধরে পশ্চিমবঙ্গ সরকারের তীব্র সমালোচনা করেন।