ম্যাট্রিক্স স্কলারশিপ বৃদ্ধি, শহরে ধন্যবাদ রেলি

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: জনজাতি কল্যাণ দপ্তরে ব্যবস্থাপনায় বিদ্যালয়ে পাঠরত ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য ফ্রি ম্যাট্রিক্স স্কলারশিপ ৪০০ টাকা থেকে বাড়িয়ে এক হাজার টাকা করা হয়েছে। এর জন্য মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে ধন্যবাদ জ্ঞাপ রেলির আয়োজন করা হয়েছে।

এদিনের রেলি রবীন্দ্রভবন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। ম্যাট্রিক্স স্কলারশিপের টাকা আরও ২০০ টাকা বাড়ানো হয়েছে। জনজাতি কল্যাণ দপ্তরে ব্যবস্থাপনায় বিদ্যালয়ে পাঠরত ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য ফ্রি ম্যাট্রিক্স স্কলারশিপের টাকা ৮০০ থেকে করা হয়েছে ১০০০ টাকা।  রবিবার এক মিছিলের মাধ্যমে রাজ্য সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করল ছাত্র ছাত্রীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *