আগরতলা, ২৯ সেপ্টেম্বর: বিশ্ব হার্ট দিবস উপলক্ষ্যে রবিবার আনন্দময়ী রোটারী ক্লিনিকে বিনামূল্যে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। কলকাতার মেডিকা হসপিটালের দুজন ডাক্তার এদিন এই স্বাস্থ্য শিবিরের উপস্থিত ছিলেন।
আজ বিশ্ব হার্ট দিবস। এ উপলক্ষে আগরতলায় আনন্দময়ী রোটারি ক্লিনিকে কলকাতার মেডিকা হসপিটালের দুজন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে বিনামূল্যে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য শিবিরে আসা রোগীদের চিকিৎসা করে পরামর্শ দেন আগত বিশেষজ্ঞ চিকিৎসকগণ। এদিন চিকিৎসা শিবিরকে কেন্দ্র করে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়। আগামী দিনেও এ ধরনের প্রয়াস জারি থাকবে বলে কলকাতার মেডিকা হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছেন ।