অল ত্রিপুরা ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স এসোসিয়েশনের ১৫তম দ্বি-বার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: রবিবার সুকান্ত একাডেমি অডিটোরিয়াম হলে অল ত্রিপুরা ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স এসোসিয়েশনের ১৫তম দ্বি-বার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। 

অল ত্রিপুরা ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স এসোসিয়েশন জন্মলগ্ন থেকেই  ডিপ্লোমা ইঞ্জিনীয়ারদের পেশাগত মর্যাদা ও অবস্থান সুনিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ শুরু করে এবং ডিপ্লোমাধারীদের ইঞ্জিনীয়ার’ পদবীটাও এই সংগঠনেরই লড়াই-সংগ্রামের ফসল।  

সংগঠন নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে অন্যান্য দাবী-দাওয়া, অধিকার প্রাপ্তির প্রশ্নে। রবিবার সুকান্ত একাডেমি অডিটরিয়াম ফলে সংগঠনের পঞ্চদশ দ্বিবার্ষিক সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার এবং মন্ত্রী বিকাশ দেববর্মা। সম্মেলনের সাফল্য কামনা করে বক্তব্য রাখেন মেয়র দীপক মজুমদার এবং মন্ত্রী বিকাশ দেববর্মা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *