গেদুমিয়া মসজিদে ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে হিন্দের ১২ তম রাজ্য সম্মেলন

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: আগরতলা শিবনগরস্থিত গেদুমিয়া মসজিদে   অনুষ্ঠিত হলো ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে হিন্দের ১২ তম রাজ্য সম্মেলন। ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে হিন্দের দ্বাদশ রাজ্য সম্মেলন রবিবার আগরতলায় গেদু মিয়ার মসজিদে অনুষ্ঠিত হয়। 

সম্মেলনে সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোকপাত করা হয়।পাশাপাশি  সম্মেলন থেকে ২০২৪- ২০২৫ এর জন্য রাজ্য কমিটি গঠন করা হয়।  সম্মেলনে ৮ দফা দাবি সনদ পেশ করা হয় এবং নব নির্বাচিত কমিটি আগামী  ১০ টি কর্মসূচি হাতে নেয় । কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আবু ছুফিয়ান।