BRAKING NEWS

গোহত্যা নিষেধাজ্ঞা প্রচার করতে রাজ্য সফরে আসলেন শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ

আগরতলা, ২৮ সেপ্টেম্বর : গোহত্যা নিষেধাজ্ঞা প্রচার করতে চার্টাড বিমানে রাজ্য সফরে আসলেন শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী জি মহারাজ। 

আজ জগন্নাথ মন্দির প্রাঙ্গনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, সনাতন ধর্মাম্বলীদের জন্য গরু ধার্মিক দৃষ্টিতে অনেক গুরুত্বপূর্ণ। সনাতনের পরম্পরায় গো মাতার পূজা হয়ে থাকে। কিন্তু আজ গো হত্যা করা হচ্ছে। তাই গোহত্যা বন্ধ করতে সনাতনীদের একত্রে এগিয়ে আসতে হবে। 

তাঁর কথায়, স্বাধীনতা আন্দোলনের পূর্বেই গোহত্যা বন্ধের আন্দোলন চলতে আসছিল। কিন্তু দুঃখের বিষয় ভারত স্বাধীন হওয়ার ৭৮ বছর পূর্ণ হলেও এখনো পর্যন্ত গোহত্যা বন্ধ করা যায় নি। এই সময়কালে অনেক রাজনৈতিক দল মসনদে বসেছে এবং ক্ষমতাচ্যুতও হয়েছে। তারপর গোহত্যা বন্ধ করা যায়নি।  গোহত্যা নিষেধাজ্ঞা প্রচার করতে সব প্রদেশের সফরে তিনি যাচ্ছেন। জনগণের নিকট তাঁর বার্তা তুলে দিচ্ছেন। 

এদিন তিনি আরও বলেন,  গরুকে মাতা ঘোষণার দাবিতে ভারত যাত্রার অধীনে গো পতাকা স্থাপন করবেন। পাশাপাশি, গোহত্যা বন্ধের জন্য জাতি এবং একটি কেন্দ্রীয় আইন প্রণয়ন করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *