আগরতলা, ২৮ সেপ্টেম্বর: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রত্যেক বছরের পুজোর আগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসাররা আগরতলা প্রেসক্লাবে এক রক্তদান শিবিরে রক্ত দান করেন।
এক ব্যাঙ্ককর্মী বলেন, ভারতর্বষে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসার্স অ্যাসোসিয়েশন একটি বৃহত্তর অ্যাসোসিয়েশন। ত্রিপুরায় ১৩ বছর যাবৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়ে থাকে। প্রত্যেক বছর ৫০ জন রক্তদাতা রক্তদান করে থাকেন।
এদিন তিনি আরও বলেন, করোনা মহামারী পরিস্থিতিতে রক্তদান শিবিরের আায়োজন করা হয়েছিল।