নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ সেপ্টেম্বর: প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে শনিবার জলাতঙ্ক নিরোধক দিবস সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে পালন করা হয়।
প্রতিবছর আমাদের দেশে এবং রাজ্যে জলাতঙ্কে বহু মানুষের প্রাণহানি গঠছে। ২০৩০ সালের মধ্যে দেশকে জলাতঙ্ক মুক্ত করার প্রয়াস নেওয়া হয়েছে। এজন্য জন সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেছে প্রাণিসম্পদ বিকাশ দপ্তর। শনিবার বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের তরফ থেকে এক সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়।
দপ্তরের অধিকর্তা এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে গিয়ে বলেন ২০৩০ সালের মধ্যে দেশকে জলাতঙ্ক মুক্ত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। জলাতঙ্ক মুক্ত থাকার জন্য বিশেষ করে রাস্তার পাশের কুকুর ও অন্যান্য গৃহপালিত ও বন্যপ্রাণীদের ভ্যাকসিন প্রদানের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। এ বিষয়ে তিনি সকলের সার্বিক সহযোগিতা আহবান করেছেন। প্রাণী সম্পদ বিকাশ দফতরের অধিকর্তা বলেন দপ্তর বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন চিকিৎসক ও অন্যান্যদের সহযোগিতা নিয়ে এই কাজে সাফল্যের লক্ষ্যে এগিয়ে চলেছে।