গুয়াহাটি, ২৮ সেপ্টেম্বর (হি.স.) : অসমের ভারত-বাংলা আন্তর্জাতিক সীমান্ত দিয়ে আজ ভোরের দিকে শিশু, মহিলা সহ আরও ১৭ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে পুশব্যাক করেছে পুলিশ ও বিএসএফ-এর যৌথবাহিনী।
আজ যে সকল বাংলাদেশি নাগরিককে পুশব্যাক করা হয়েছে তারা যথাক্রমে হারুল আমিন, উমাই খুনসুম, মহম্মদ ইসমাইল, সানসিদা বেগম, রুফিয়া বেগম, ফাতেমা খাতুন, মজুর রহমান, হবি উল্লাহ এবং সবিকা বেগম। প্রাপ্তবয়স্ক নয় (৯) বাংলাদেশি নাগরিকদের নামের তালিকা প্রকাশ করলেও শিশু ও অপ্রাপ্তবয়স্ক আটজনের (৮) নাম জানানো হয়নি।
মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা আসাম পুলিশের এই পদক্ষেপের প্রশংসা করেছেন। সামাজিক মাধ্যমে এ খবর দিয়ে মুখ্যমন্ত্রী ড. শর্মা লিখেছেন, ‘অনুপ্রবেশের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করে আসাম পুলিশ আজ ভোরে ৪ শিশু সহ ৯ বাংলাদেশিকে সীমান্তের ওপারে পাঠিয়ে দিয়েছে।’
এখানে উল্লেখ করা যেতে পারে, গত কয়েকদিনে বহু বাংলাদেশি অনপ্রবেশকারীকে অসম এবং ত্রিপুরায় আটক করা হয়েছে। বহুজনকে ফেরত পাঠানোও হয়েছে। অসমে গতকাল শুক্রবার তিন বাংলাদেশি অনুপ্রবেশকারী যথাক্রমে মাসুম আখতার, ইকবাল হুসেন এবং মুজানুর রহমানকে সীমান্ত এলাকায় পাকড়াও করে পুশব্যাক করেছে পুলিশ। একইভাবে গত ২৩ সেপ্টেম্বরও তিন বাংলাদেশি অনুপ্রবেশকারী তাদের দেশে ফেরত পাঠিয়েছে বিএসএফ এবং আসাম পুলিশ। তবে অসমের কোন সীমান্ত দিয়ে তাদের ফেরত পাঠানো হয়েছে বা হচ্ছে, পুলিশ সে সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করতে চাইছে না।
রাজ্য পুলিশের জনৈক পদস্থ আধিকারিক বলেছেন, তাঁদের ধারণা ধৃত এবং ফেরত পাঠানো বাংলাদেশিদের অধিককাংশ রোহিঙ্গা। কেননা, ইতিমধ্যে অসম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্ত দিয়ে দালালের হাত ধরে চোরাই পথে অসংখ্য রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। তবে সীমান্তে বিএসএফ-এর কঠোর নজরদারি এবং ভিতরে রাজ্য পুলিশ সতর্ক থাকায় বহু বাংলাদেশি তথা রোহিঙ্গা ধরা পড়েছে।