গড়িয়াবন্দ, ২৭ সেপ্টেম্বর (হি. স.) : হাতির হামলায় মৃত্যু হল ছত্তিশগড়ের গড়িয়াবন্দ জেলায় এক গ্রামবাসীর। ঘটনাটি ঘটেছে ফিঙ্গেশ্বর ফরেস্ট রেঞ্জের বাংওয়া গ্রামে।বন দফতরের আধিকারিকদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার ভোর ৩টার দিকে সোরিদখুর্দের বাসিন্দা কুমার মারকাম (৪৪) মাশরুম (ফুটু) তুলতে জঙ্গলে গিয়েছিলেন, তখন হঠাৎ করে তিনটি হাতির দল তাকে আক্রমণ করে। হামলায় ঘটনাস্থলেই ওই গ্রামবাসীর মৃত্যু হয়। এ ঘটনার পর গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে । বন বিভাগ হাতিদের ব্যাপারে হাই অ্যালার্ট জারি করেছে। এরপরও গ্রামবাসীরা অযত্নে হাতি উপদ্রুত এলাকায় গিয়ে প্রাণ হারাচ্ছে। ঘটনার খবর পেয়ে ফিঙ্গেশ্বর বনকর্মীসহ পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ।
2024-09-27