ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। সুপার লিগে খেলা নিশ্চিত করেছে লাল বাহাদুর ব্যায়ামাগার। দুর্দান্ত জয়, ন্যূনতম গোলের ব্যবধানে। হারিয়েছে প্রতিপক্ষ শক্তিশালী টাউন ক্লাব কে। এই জয়ের সুবাদে লাল বাহাদুর মূল পর্ব অর্থাৎ সুপার লিগে খেলার ছাড়পত্র পেয়েছে। পক্ষান্তরে সুপার ফোর অধরা টাউন ক্লাবের। নয় ম্যাচ থেকে লাল বাহাদুর ব্যায়ামাগার পাঁচটিতে জয় ও দুটিতে ড্র রাখার সুবাদে ১৭ পয়েন্ট এবং গোল ব্যবধানের নিরিখে দ্বিতীয় শীর্ষস্থান পেয়ে সুপার লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে। আজ, শুক্রবার বেলা সাড়ে তিনটায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত শ্যামসুন্দর কোং জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল প্রথম ডিভিশন লীগ ফুটবলের অন্তিম দিনের প্রথম খেলায় আক্রমণ প্রতি আক্রমণের মধ্য দিয়ে প্রথমার্ধের নির্ধারিত সময় গোলশূন্য ড্র তে শেষ হয়। দ্বিতীয়ার্ধের শুরুতেই লাল বাহাদুরের দুরন্ত স্ট্রাইকার রিচার্ড ভানলাল থোয়ামার গোলে লাল বাহাদুর এক গোলে লিড নেয়। পরবর্তী সময়ের খেলা ক্রমশঃ জমজমাট পর্যায়ে পৌঁছলেও দ্বিতীয় গোলের সন্ধান আর কেউ পায়নি। এক গোলে জয় ছিনিয়ে সুপার লিগে খেলার যোগ্যতা অর্জন করে নেয় লাল বাহাদুর। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি তাপস দেবনাথ, আদিত্য দেববর্মা, বিপ্লব সিংহ, রক্তিম সাহা।
পয়েন্ট তালিকা : এ ডিভিশন লীগ ফুটবল
দল ম্যাচ জয় পরা: ড্র গোল পয়েন্ট
এগিয়ে চল ৯ ৮ ১ ০ ১৮-৬ ২৪
রামকৃষ্ণ ক্লাব ৯ ৫ ২ ২ ১৭-১০ ১৭
লালবাহাদুর ৯ ৫ ২ ২ ১৮-১১ ১৭
ব্লাডমাউথ ৯ ৫ ৩ ১ ১৮-৯ ১৬
নাইন বুলেটস ৯ ৫ ৩ ১ ১৬-৯ ১৬
টাউন ক্লাব ৯ ৪ ৪ ১ ১৭-১২ ১৩
জুয়েলস অ্যা: ৯ ২ ৫ ২ ৯-১৪ ০৮
ফরোয়ার্ড ৯ ১ ৪ ৪ ১৬-২২ ০৭
ফ্রেন্ডস ইউ: ৯ ২ ৭ ০ ৯-২৬ ০৬
ত্রিবেণী সংঘ ৯ ১ ৭ ১ ১১-৩০ ০৪