গোপেশ্বরের দমকল বিভাগে আচমকা পরিদর্শন পুলিশ সুপারের

গোপেশ্বর, ২৭ সেপ্টেম্বর (হি.স.) :  চামোলি জেলার পুলিশ সুপার সর্বেশ পানওয়ার শুক্রবার গোপেশ্বরের দমকল বিভাগে আচমকা পরিদর্শন করেন। এসময় তিনি অগ্নি নির্বাপণ ও দুর্যোগ মোকাবিলা সংক্রান্ত যাবতীয় যন্ত্রপাতি ভালভাবে পরীক্ষা করেন। নিরাপত্তা সরঞ্জামগুলি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হয় এবং তাদের কার্যকারিতা এবং রক্ষণাবেক্ষণ খতিয়ে দেখা হয়।

পানওয়ার বলেন, চামোলি জেলা প্রায়ই প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়, তাই দমকল বিভাগের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। দুর্যোগের সময় দ্রুত এবং কার্যকর পদক্ষেপের জন্য সমস্ত সরঞ্জাম এবং কর্মীদের তরফে সম্পূর্ণ প্রস্তুতি প্রয়োজন।