ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। অনূর্ধ্ব ১৫ বালিকা ক্রিকেটারদের প্রি-সেশন ক্যাম্পে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ডাকা হয়েছে। প্রাথমিকভাবে বাছাইকৃত ৪৪ জন অনূর্ধ্ব ১৫ গার্লস ক্রিকেটারদের ২০২৪-২৫ বছরের জন্য আগামী ২৯ সেপ্টেম্বর ক্যাম্পে অংশ নিতে পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে রিপোর্ট করতে বলা হয়েছে। আগামী ২৯ সেপ্টেম্বর বেলা বারোটায় নরসিংগড় স্থিত পিটিএ গ্রাউন্ডে খেলোয়াররা রিপোর্ট করবে বলে টিসিএ সচিব এক প্রেস বিবৃতিতে জানিয়েছেন। প্রাথমিক বাছাইকৃত তথা শিবিরে ডাক পাওয়া ক্রিকেটাররা হলো: সদরের অস্মিতা রায়, সাক্ষী বার্মা, অনুভা পাল, ক্রিস্টিনা রেমা, উক্তি দাস, মোনালি শর্মা, রিমসা কর্মকার, মৃত্তিকা চৌধুরী, অভিজ্ঞা বর্ধন, ফুলেশ্বরী দেবনাথ, স্নেহা নোয়াতিয়া, সোনাক্ষী ভৌমিক, মুনমুন বনিক। বিশালগড়ের অনুষ্কা শীল, দীপ্তি মারাক, সৃজিতা মজুমদার, শ্রাবন্তী চৌধুরী, পূর্বা চৌধুরী। মোহনপুরের ভাবনা দেব, মোনালিসা দে, কোয়েল সরকার। কমলপুরের রিয়া দাস। জিরানিয়ার নিকিতা দেবনাথ। শান্তির বাজারের এলিজা দেববর্মা, অঙ্কিতা পাটারি, নিশিকা দেববর্মা, রুমা দেববর্মা, রবিনা দেববর্মা। উদয়পুরের এঞ্জেল পাল, ঋষিতা সূত্রধর। অমরপুরের তামান্না দাস। বিলোনিয়ার শ্যামাশ্রী সেন। লংতরাই ভ্যালির সাহিলি দেববর্মা, কৃষ্ণা দেববর্মা, নেদ্রিনা বড়ুয়া, উৎকর্ষী মজুমদার, পূজা বিশ্বাস, প্রতীক্ষা দে। ধর্মনগরের স্বস্তিকা তেলি, কৈলাশহরের জান্নাত উল নাইমা, তেলিয়ামুড়ার তানিয়া দেব। এবং মধুমিতা সরকার, স্নেহা সরকার ও রেবিকা নোয়াতিয়া। কোচ তপন কুমার দেব, মাম্পি দেবনাথ। ফিজিও পাপিয়া দেবনাথ ও ট্রেইনার বাপি বিশ্বাস।