BRAKING NEWS

মাঠের পরিস্থিতি কলুষিত করার দিন শেষ কাউকে বরদাস্ত করা হবে না : সভাপতি প্রণব

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। এনাফ ইজ এনাফ। ফুটবল মাঠের পরিস্থিতি কলুষিত করার দিন শেষ। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন কোনও ক্লাব বা কোনও ব্যক্তি, সে যেই হোক না কেন, কোনও রকম বরদাস্ত করা হবে না। ইতোমধ্যে বুধবারে সংঘটিত ঘটনা, তথাপিএফ এর কর্মী দীনেশ শব্দকরের গায়ে হাত তোলা এবং আহত করার পরিপ্রেক্ষিতে থানায় নির্দিষ্ট ব্যক্তির নাম উল্লেখ করে এফআইআর করা হয়েছে এবং ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আশা করছে পুলিশ প্রশাসন ঠিক যেন যথোচিত এবং সময়োপযোগী আইনের কাজটুকু করে থাকেন। টিএফএ থেকে এ বিষয়ে পুলিশ প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন।ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রণব সরকার আজ, বৃহস্পতিবার বিকেলে টিএফএ অফিস কক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এভাবেই সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে টিএফএ-র প্রতিক্রিয়া ব্যক্ত করেন। ক্রীড়া প্রেমী আপামর জনগণ এখন যথেষ্ট মাঠমুখো। বর্তমান পরিচালন কমিটির কর্মকান্ডে ফুটবল প্রেমীরা সন্তুষ্ট। ফ্লাডলাইট, নৈশালোকে খেলা, মাঠের পরিকাঠামোর বিস্তর উন্নতি, প্রচুরসংখ্যক ফুটবলার কে মাঠে আনার মধ্য দিয়ে টিএফএ ফুটবলের মান উন্নয়ন ও প্রসারের লক্ষ্যে ইতিবাচক ভূমিকা তৈরি করেছে। ঠিক এই পরিস্থিতিতে এক বা একাধিক ব্যক্তি দূর-অভিসন্ধিমূলক ক্রিয়া-কলাপ চালিয়ে মাঠকে কলুষিত করার মধ্য দিয়ে গভীর ষড়যন্ত্র কায়েম করার চেষ্টা করছে বলে টি এফ এ-র সভাপতি ব্যক্ত করেন। মাঠে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার পেছনে যদি টিএফএ-র কোনও একনিষ্ঠ সদস্য জড়িত থাকে, তবেও ছাড় পাবেন না। এখন থেকে প্রতিদিন মাঠে পুলিশ প্রশাসনের উপস্থিতি থাকবে। এমনকি ত্রিপুরা রেফারি অ্যাসোসিয়েশনের পরামর্শক্রমে বহি:রাজ্য থেকে জাতীয় রেফারি এনে রাজ্যের রেফারীদের সঙ্গে একত্রিত হয়ে ম্যাচ পরিচালনার দায়িত্ব দেওয়ার বিষয়টা বাস্তবায়িত করা হচ্ছে। মোদ্দা কথা, সাম্প্রতিক দুই একটি বিক্ষিপ্ত ঘটনায় টিএফএ সম্পূর্ণভাবে উদ্বেগ প্রকাশ করেছে। সাংবাদিকের প্রশ্নোত্তরে সভাপতি শ্রীসরকার মাঠে একটু হলেও ঢিলেঢালা পরিস্থিতির কথা স্বীকার করে আগামী দিনে টিএফএ আরও সচেতন দৃষ্টি দেবে বলে উল্লেখ করেছেন। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে সহ-সভাপতি চঞ্চল নন্দী, অমিত দে, সম্পাদক অমিত চৌধুরী, যুগ্ম সম্পাদক কৃষ্ণপদ সরকার, তপন সাহা প্রমূখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *