লা লিগা : লা লিগায় সাত ম‍্যাচেই জিতল বার্সেলোনা

বার্সেলোনা, ২৬ সেপ্টেম্বর (হি.স.) : লেভানদোভস্কির গোলে বার্সার সাতে সাত।  ২০১৭ পর এই প্রথমবার লা লিগায় প্রথম সাত ম‍্যাচেই জিতল বার্সেলোনা।  লা লিগার ম‍্যাচে বুধবার রাতে   গেতাফের বিরুদ্ধে ১-০ গোলে জিতেছে বার্সেলোনা।  আসরে লেভানদোভস্কির গোলটি ছিল তার সপ্তম গোল।  সাত   ম‍্যাচে টানা সপ্তম জয়ে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।  ১৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে রিয়াল মাদ্রিদ। আর তৃতীয় হারের স্বাদ পাওয়া গেতাফের পয়েন্ট ৪।