মাদ্রিদ, ২৬ সেপ্টেম্বর (হি.স.) : ক্লাব ফুটবলের নতুন মরসুম শুরু হয়েছে দুই মাস আগে। এদিকে রিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপে অন্তত তিন সপ্তাহ খেলতে পারবেন না। বুধবার রিয়ালের পক্ষ থেকে জানানো হয়, মাদ্রিদ মেডিকেল বিভাগের পরীক্ষায় এমবাপের বাঁ পায়ে চোট পাওয়া গেছে।
এমবাপের তিন সপ্তাহের জন্য না খেলার অর্থ আগামী সপ্তাহে মাদ্রিদ ডার্বিতে যেমন তাঁর খেলা হবে না, তেমনই অক্টোবরের শেষ সপ্তাহে মরসুমের প্রথম এল ক্লাসিকোতেও তাঁর না খেলার সম্ভাবনাও থাকছে।

