কারাবো কাপ : বড় জয় পেল দুই ইংলিশ জায়ান্ট লিভারপুল ও আর্সেনাল

লিভারপুল, ২৬ সেপ্টেম্বর (হি.স.) : কারাবো কাপে তৃতীয় রাউন্ডের ম্যাচে দুই ইংলিশ জায়ান্ট লিভারপুল ও আর্সেনাল বড় জয় পেল । দুটি দলের জয়ের ব্যবধান   ৫-১।  বুধবার রাতে নিজেদের মাঠে ওয়েস্টহ্যামের বিপক্ষে শুরুতে ২১ মিনিটে গোল হজম করে লিভারপুল।  লিভারপুলের দিয়েগো জোতা প্রথমার্ধে ব্যবধান ১-১ করেন।  এই স্কোর নিয়েই বিরতিতে যায় দুটি দল।  বিরতির পর লিভারপুল আরও চারটি গোল করে।  গোলগুলি করেন সালাহ, কোডি গ্যাকপো(২) ও ডারউইন নুনেজ।  ২৮ অক্টোবর চতুর্থ রাউন্ডে লিভারপুলের প্রতিপক্ষ ব্রাইটন।

 আর্সেনাল বনাম বোল্টন ম্যাচটির ব্যবধানও ৫-১।  ১৫ মিনিটে বোল্টন ডিফেন্ডারের ব্যর্থতায় ডেডলক ভাঙেন ডেকলাইন রাইস।আর্সেনালের হয়ে অন্য গোলগুলি করেন এথান নুয়ানেরি(২),স্টার্লিং ও কাই হ্যাভার্টজ।  ব্যবধান কমান বোল্টনের অ্যারন কলিন্স।  ২৮ অক্টোবর চতুর্থ রাউন্ডে আর্সেনালের প্রতিপক্ষ প্রেস্টন নর্থ এন্ড।