বেঙ্গালুরু, ২৬ সেপ্টেম্বর (হি.স.) : প্রায় প্রস্তুত বেঙ্গালুরুর নতুন জাতীয় ক্রিকেট একাডেমি এনসিএ। শুক্রবার উদ্বোধনের অপেক্ষায় আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এনসিএ। আন্তর্জাতিক বিমান বন্দরের কাছে অবস্থিত অত্যাধুনিক একাডেমিটিতে তিনটি মাঠ, ৪৫টি অনুশীলন পিচ, ৮টি ইনডোর নেট, একটি অলিম্পিক আকারের সুইমিং পুল, প্রায় ১৬ হাজার বর্গফুটে নির্মিত একটি জিম এবং পুনর্বাসন কেন্দ্র রয়েছে৷ উদ্বোধনের জন্য অ্যাপেক্স কাউন্সিলের সদস্যদের পাশাপাশি বিসিসিআই-এর রাজ্য ইউনিটগুলির প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। নতুন জাতীয় ক্রিকেট একাডেমি দেখে আনন্দ প্রকাশ করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক এবং বিসিসিআই অ্যাপেক্স কাউন্সিলের সদস্য দিলীপ বেঙ্গসরকার।
2024-09-26

