নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (হি.স.): আফস্পা (সশস্ত্র বাহিনী (বিশেষ ক্ষমতা) আইন) অরুণাচল প্রদেশের তিনটি জেলা এবং নামসাই জেলার কয়েকটি এলাকায় আগামী ৬ মাসের জন্য বাড়ানো হয়েছে।এছাড়াও আফস্পা নাগাল্যান্ডের ৮টি জেলায় এবং ৫টি জেলার কয়েকটি এলাকায় ৬ মাসের জন্য বাড়ানো হয়েছে৷ প্রসঙ্গত, উত্তর-পূর্বের রাজ্যগুলিতে জঙ্গি তৎপরতা মোকাবিলার জন্য সেনাবাহিনীর হাতে বাড়তি ক্ষমতা তুলে দিতে ১৯৫৮ সালে আফস্পা আইন জারি করেছিল কেন্দ্র।
2024-09-26

