৫ম রাজ্য স্তরের একলব্য মডেল আবাসিক স্কুলের সাংস্কৃতিক ও সাহিত্য উৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ সেপ্টেম্বর: বৃহস্পতিবার সুপারি বাগানস্থিত দশরথ দেব স্মৃতি ভবনে ত্রিপুরা উপজাতি ওয়েলফেয়ার রেসিডেন্সিয়াল এডুকেশন ইন্সটিটিউট সোসাইটির উদ্যোগে ৫ম রাজ্য স্তরের একলব্য মডেল আবাসিক স্কুলের সাংস্কৃতিক ও সাহিত্য উৎসব এবং কলা উৎসব অনুষ্ঠিত হয়।

একলাব্য মডেল আবাসিক স্কুলের সাংস্কৃতিক ও সাহিত্য উৎসব এবং কলা উৎসবে মোট ছয়টি একলব্য স্কুলের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন। তাদের থেকে যারা নির্বাচিত হবে তারা জাতীয় স্তরে অংশগ্রহণ করবে।

আজকের এই অনুষ্ঠানে  উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আদিবাসী কল্যাণ দফতরের  মন্ত্রী বিকাশ দেববর্মা। তাছাড়া উপস্থিত ছিলেন, রেসিডেন্সিয়াল এডুকেশন ইন্সটিটিউট সোসাইটির অধিকর্তা নগেন্দ্র দেববর্মা সহ অন্যান্যরা।