BRAKING NEWS

ভাঙন কবলিত এলাকায় গিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে সাংসদ রচনা

হুগলি, ২৫ সেপ্টেম্বর (হি.স.) : বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়কে দুষে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বুধবার দাবি করলেন, ‘‘আগে যিনি সাংসদ ছিলেন তিনি কিছু করেননি। আমি চেষ্টা করছি।” গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়েন রচনা। বালির বস্তা দিয়ে ভাঙন ঠেকানোর চেষ্টা নিয়ে ক্ষোভ উগরে দেন তাঁরা। বারবার জানান, বস্তা ফেলার পরেই তা ভেসে যায়। ভাঙন রোখা যাচ্ছে না কিছুতেই।

গঙ্গার ভাঙনে তলিয়ে গেছে পরের পর বাড়ি। পার ভাঙছে প্রতিনিয়ত। ভাঙনের আতঙ্কে দিন কাটে গ্রামবাসীদের। রাত নামলেই ঘুম উধাও। পরিস্থিতি সামলাতে বলাগড় মাস্টার প্ল্যান চাইলেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। শ্রীপুর বলাগড় গ্রাম পঞ্চায়েতের চাঁদরা কলোনী, মিলনগর গ্রামের এই ভাঙন কবলিত এলাকায় বুধবার পরিদর্শনে গিয়েছিলেন তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়।

সাংসদকে কাছে পেয়ে গ্রামবাসীরা বলেন, রাতে যে ঘরে থাকছেন সে ঘরে ঘুম ভাঙবে কিনা তাঁদের জানা থাকে না। প্রতি রাতেই জমি গিলে নিচ্ছে গঙ্গা। প্রশাসনকে বারবার জানিয়েও ফল মেলেনি কোনও। অনেকেই অভিযোগ করেন, যাদের বাড়ি তলিয়ে গেছে তারাও আবাসের ঘর পায়নি।

রচনা বন্দ্যোপাধ্যায় নিজেও বলেন,‘‘তিনমাস আগে যেখানে দাঁড়িয়ে প্রচার করে গেছি সেই জায়গা তলিয়ে গেছে। কয়েকটি বাড়ির রাস্তাও গঙ্গায় মিশে গেছে। খুবই খারাপ অবস্থা।এলাকার মানুষকে ত্রাণ দিয়েছি। গঙ্গা ভাঙন রোধ একটা বড় ব্যাপার। আমি লোকসভায় বলেছি। আবারও বলব। কেন্দ্রের সাহায্য ছাড়া হবে না। ঘাটাল মাস্টার প্ল্যানের আদলে বলাগড় মাস্টার প্ল্যান করতে হবে।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *