খোয়াই মোটরস্ট্যান্ডের একমাত্র শৌচালয়ের শোচনীয় অবস্থা, নীরব খোয়াই পুর পরিষদ

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৫ সেপ্টেম্বর: খোয়াইবাসীর দীর্ঘদিনের দাবী মেনে ২০১৬ সালে খোয়াই রাধানগর মোটর স্ট্যান্ডের পাশে খোয়াই পুর পরিষদের উদ্যোগে একটি আধুনিক শৌচালয় নির্মাণ করা হয়। শৌচালয়টি উদ্বোধনের পর থেকেই নানান টেকনিক্যাল সমস্যার সৃষ্টি হয় এবং তড়িৎ গতিতে সমাধানও হয়। কিন্তু দীর্ঘ ৮ বছরে আজ শৌচালয়টি পুনরায় ব্যবহারের অযোগ্য হয়ে উঠলেও খোয়াই পুর পরিষদের পক্ষ থেকে শৌচালয়ের বেহাল দশা ফিরাতে কোনো উদ্যোগ নেই।

অথচ আগরতলা, মোহনপুর, খোয়াই-কমলপুর, আমবাসা-ধর্মনগর-কৈলাসহরের যাত্রীরা, বিশেষ করে মহিলা ও পুরুষ উভয়ই যারা এই সড়কপথে যাতায়াত করেন তাদেরকে এই শৌচালয়ে প্রবেশ করে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হয়। কারণ শৌচালয়ের ভেতর নোংরা পুঁতিময়। জলের টেপ ভাঙা। নেশাকারবারী ও সমাজদ্রোহীদের অকুস্থলে পরিণত হয়েছে এই শৌচালয়টি। সব মিলিয়ে এক ভয়ানক রূপ নিয়েছে।

নিত্য ব্যবহারের প্রয়োজনীয় পরিকাঠামো তৈরী করে পুনরায় এই শৌচালয় জনগণের জন্য উন্মুক্ত করতে খোয়াই পুর পরিষদ কি ভুমিকা নেবে? অন্তত জনগণের এমনটাই দাবী। শুধু শৌচালয়ই নয়, দীর্ঘ বছর যাবত খোয়াইয়ের রাস্তাঘাট যান চলাচলেরই অযোগ্য নয়, মানুষেরও চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। খোয়াই জেলা হাসপাতাল চত্বর থেকে শুরু করে গোটা খোয়াইয়ের রাস্তা-ঘাটের কঙ্কাল সাড় বেরিয়ে পড়লেও নজর নেই কারোরই। শুধুমাত্র জেলা প্রশাসনের চলাচলের রাস্তা মসৃন ও পরিপাটি। এছাড়া প্রায় সব রাস্তাতেই বড় বড় গর্ত তৈরী হয়ে আছে। সব মিলিয়ে সাধারণ মানুষের অবস্থা তথৈবচ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *