নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ৩নং বামুটিয়া মন্ডল কিষাণ মোর্চার উদ্যোগে বিজেপির সভ্যতা অভিযান কর্মসূচি আজ সকালে কালিবাজারে অনুষ্ঠিত হয়।
সভ্যতা কর্মসূচিতে উপস্থিত ছিলেন বামুটিয়া মণ্ডল কিষান মোর্চার সভাপতি সুখেন রায়, রাজ্য কমিটির কিষান মোর্চার সম্পাদিকা প্রতিচি ভৌমিক, রাজ্য কমিটির সদস্য সমীর দাস, কৃষাণ মোর্চার অন্যান্য সদস্যরা। সভ্যতা অভিযান ঘিরে কালিবাজারে বেশ সাড়া পড়ে যায়।