ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। রাজ্য দল ঘোষণা করা হয়েছে। সিনিয়র মহিলাদের রাজ্য ক্রিকেট দল। জাতীয় স্তরের সিনিয়র মহিলা ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য টিসিএ সচিব সুব্রত দে ২০ সদস্য বিশিষ্ট রাজ্য দল আজ, বুধবার ঘোষণা করেছেন। রাজ্য দলের ক্রিকেটাররা হলেন: অন্নপূর্ণা দাস, মৌচৈতি দেবনাথ, প্রিয়াঙ্কা আচার্য, ঋজু সাহা, নিকিতা দেবনাথ, মামন রবিদাস, মৌটুসী দে, অম্বেষা দাস, সুলক্ষণা রায়, প্রিয়াঙ্কা সাহা, পূজা পাল, পূজা দাস, ইন্দ্র রানী জমাতিয়া, শিউলি চক্রবর্তী, অম্বিকা দেবনাথ, সুরভী রায়, সুপ্রিয়া দাস, অনামিকা দাস, তামান্না নিগম, রেশমা নায়েক। কোচ নারায়ণ চন্দ্র দেব ও রুমা দাস। বাছাইকৃত ক্রিকেটারদের ২৭ সেপ্টেম্বর সকাল ১০ টায় এমবিবি স্টেডিয়ামে রিপোর্ট করতে বলা হয়েছে।