নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (হি.স.): এবার অনুব্রত মণ্ডলের পর গরুপাচার মামলায় জামিন পেলেন এনামুল হক। ইডির মামলায় এনামুল হককে জামিন দিল শীর্ষ আদালত।
গরু পাচার মামলায় প্রায় আড়াই বছর ধরে জেলবন্দি এমানুল হক, চার্জশিট ফাইল হয়ে গিয়েছে, মামলায় সর্বোচ্চ সাজা ৭ বছর, সিবিআইয়ের মামলায় আগেই জামিন হয়ে গেছে’। সোমবার জামিন চেয়ে সওয়াল করেন এনামুলের আইনজীবী মুকুল রোহতগি। ইডি বিরোধিতা করলেও খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। গরুপাচার মামলায় শুধুমাত্র অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনই তিহাড়ে জেলবন্দি।