রবিবার ফের সিবিআই দফতরে বিরূপাক্ষ, তলব টালা থানার এক পুলিশকেও

কলকাতা, ২২ সেপ্টেম্বর (হি.স.): রবিবার সকালে সিবিআই এর দফতরে হাজিরা দিলেন চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস। শনিবার রাত পর্যন্ত সিবিআই এর জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন বিরূপাক্ষ এবং অভীক দে। এরপর রবিবার সকালে সিবিআই দফতরে আসেন বিরূপাক্ষ।

এছাড়াও এদিন সিবিআই এর দফতরে হাজিরা দেন টালা থানার এক পুলিশ আধিকারিক। আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসক খুন এবং ধর্ষণের তদন্তে টালা থানার ওই পুলিশকে তলব করেছিল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ডাকে সাড়া দিয়ে এদিন আসেন তিনিও।