বন্যায় দূর্গতদের ক্ষতিপূরনের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের

আগরতলা, ২০ সেপ্টেম্বর: বন্যায় দূর্গতদের ক্ষতিপূরনের দাবিতে ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের পশ্চিম জেলা কমিটির উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল করা হয়েছে। পরবর্তী সময়ে এক প্রতিনিধি দল পশ্চিম জেলাশাসকের নিকট ডেপুটেশন প্রদান করেছে।

রাজ্য কমিটির সম্পাদক শ্যামল দে বলেন, সাম্প্রতি বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ জনগণ। ঘর বাড়ি ছেড়ে অস্থায়ী ত্রাণ শিবিরে আশ্রয় নিতে হয়েছে তাঁদের। বন্যায় দূর্গতদের পাশে থাকার জন্য রাজ্য সরকারের বাস্তবমুখী কোনো  সিদ্ধান্ত ছিলই না। বন্যায় ক্ষতিগ্রস্তদের কাজ, খাদ্য, ঘর পুনঃনির্মাণ, কৃষকদের জমি, পুকুর এবং  জলাশয় ক্ষতি হয়েছে। তাই এর ফলে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ মিছিল করে পশ্চিম জেলাশাসকের নিকট ডেপুটেশন প্রদান করা হয়েছে।