BRAKING NEWS

এবছর দুদিনের পুজো পরিক্রমা এনবিএসটিসি–র

শিলিগুড়ি, ২০ সেপ্টেম্বর (হি.স.) : দুর্গা পুজো উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতি নিয়েছে উত্তরবঙ্গ রাজ্য পরিবহন নিগম (এনবিএসটিসি) । নৈশভোজের সঙ্গে মণ্ডপ দর্শনের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এবার দুদিন পুজো পরিক্রমা করতে চলেছে এনবিএসটিসি । এই মাসের ২২ তারিখ থেকে টিকিট বিক্রি করা হবে। পরিবহণ নিগম জানিয়েছে, চতুর্থী ও পঞ্চমীর দিনে এই পরিক্রমা হবে। আগে বিক্রি হবে পঞ্চমীর টিকিট। এরপর পঞ্চমীর টিকিট বিক্রি হয়ে গেলে চতুর্থীর টিকিট বিক্রি শুরু হবে।পরিবহণ নিগমের ব্যবস্থাপনা পরিচালক দীপঙ্কর পিপলাই বলেন, ‘গত বছর আমরা পূজা পরিক্রমায় ভালো সাড়া পেয়েছি। ষষ্ঠী থেকে ব্যারিকেড করা হয় বলে তাই এবার চতুর্থী ও পঞ্চমীতে পূজা পরিক্রমার আয়োজন করা হচ্ছে। তেনজিং নোরগে বাস টার্মিনালের টিকিট কাউন্টার থেকে পূজা পরিক্রমার টিকিট পাওয়া যাবে।পরিবহণ নিগমের শিলিগুড়ি বিভাগীয় ব্যবস্থাপক শ্যামল সরকার জানিয়েছেন যে, দু’দিনই সন্ধ্যা ৬টা নাগাদ বাসটি তেনজিং নোরগে বাস টার্মিনাল থেকে ছাড়বে। এরপর বাসটি চম্পাসারি, রেল কলোনি, দেশবন্ধুপদ, সুভাষপল্লী, রবীন্দ্রনগর, রথখোলা হয়ে টার্মিনালে ফিরবে। রাত ও সন্ধ্যার খাবারের জন্য ৩৫০ টাকা চার্জ করা হবে। এবার পরিক্রমার জন্য ৩৯টি আসন থাকবে। গত বছর একদিনেই সব টিকিট বিক্রি হয়ে গিয়েছিল। তাই গতবারের চাহিদার কথা মাথায় রেখে এ বছর দু’দিনের পূজা পরিক্রমা করার সিদ্ধান্ত নিয়েছেন পরিবহণ নিগমের পরিচালকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *