আইপিএল ২০২৫–এর জন্য বিক্রম রাঠৌরকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ করেছে রাজস্থান রয়্যালস

মুম্বই, ২০ সেপ্টেম্বর (হি.স.) : রাজস্থান রয়্যালস  আইপিএল ২০২৫ – এর জন্য  ভারতের প্রাক্তন ওপেনার বিক্রম রাঠৌরকে দলের ব্যাটিং কোচ নিযুক্ত করেছে।ভারতের হয়ে ছয়টি টেস্ট খেলা রাঠৌর সম্প্রতি ভারতের ব্যাটিং কোচ ছিলেন।  গত জুন মাসে বার্বাডোসে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ তুলে নেওয়ার সময় তার চুক্তি শেষ হয় এবং তিনি ২০১২ সালে জাতীয় নির্বাচকও ছিলেন তিনি।

রাঠৌর রাজস্থান রয়্যালসে তার যোগদানের   পর   বলেছেন,  “রয়্যালস পরিবারের অংশ হতে পারাটা খুবই সৌভাগ্যের।   তরুণ ক্রিকেটারদের একটি প্রতিভাবান দলের সঙ্গে  যুক্ত হতে পেরে আমি খুবই আনন্দিত।  রাজস্থানের জন্য ভালো কিছু করার চেষ্টা করব।”