হাফলং (অসম), ২০ সেপ্টেম্বর (হি.স.) : ডিমা হাসাও জেলায় ড্রাগসের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত। এবার মাদকদ্রব্য সহ এক পাচারকারীকে পুলিশ গ্রেফতার করেছে।
আজ শুক্রবার হাফলং সদর থানা সূত্রে জানা গেছে, গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে টিএসআই লক্ষ্মীধর শইকিয়া ও এসআই ছত্রপতি গগৈ-এর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে জাটিঙ্গা এথেনিক ভিলেজের রাস্তা থেকে মাতাব আলি নামের এক ড্রাগস পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।
ধৃত মাতাব আলি হাফলং থানার অন্তর্গত মহাদেবটিলার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। ধৃত ড্রাগস পাচারকারীর হেফাজত থেকে পুলিশ ১৮৬টি প্লাস্টিকের কৌটায় ৯০ গ্রাম হেরোইন, মোবাইল ফোনের হ্যান্ডসেট এবং সিম কার্ড বাজেয়াপ্ত করেছে।