নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (হি.স.): আগামী এক থেকে দেড় বছরের মধ্যে দেশ থেকে নকশালবাদ পুরোপুরি নির্মূল হবে। এমনটাই দাবি করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জোর দিয়ে বলেছেন, “আমরা নকশালবাদের অবসান ঘটাব। আমি নকশালদের কাছে আবেদন করছি, আইনের সামনে আত্মসমর্পণ করুন, অস্ত্র ছেড়ে দিন। উত্তর-পূর্ব এবং কাশ্মীরের অনেক জায়গায়, অনেকে নিজেদের অস্ত্র ছেড়ে দিয়ে মূল স্রোতে ফিরে এসেছেন। মূল স্রোতে যোগ দিতে আপনাদেরও স্বাগত জানাই। কিন্তু যদি এমনটা না হয় তবে আমরা নকশালবাদের বিরুদ্ধে প্রচার শুরু করব এবং এতে সাফল্যও পাব।”কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার দিল্লিতে ছত্তিশগড়ের নকশাল হিংসার আক্রান্তদের সঙ্গে দেখা করেছেন এবং তাঁদের সঙ্গে কথা বলেছেন। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, “আমরা এই দেশ থেকে নকশালবাদ এবং নকশালবাদের ধারণাকে উপড়ে ফেলব এবং শান্তি প্রতিষ্ঠা করব। নরেন্দ্র মোদী সরকার বস্তার ডিভিশনের ৪টি জেলা ছাড়া সমগ্র দেশে নকশালবাদের অবসান ঘটাতে সফল হয়েছে। এই দেশ থেকে নকশালবাদকে চূড়ান্ত বিদায় জানাতে ৩১.০৩.২০২৬ তারিখ নির্ধারণ করা হয়েছে। আমি আপনাদের আশ্বস্ত করছি, নকশালবাদ তার আগেই শেষ হয়ে যাবে।”
2024-09-20