আগরতলা, ২০ সেপ্টেম্বর: আট দফা দাবিতে নির্মাণ শ্রমিক ফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে শ্রম অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করা হয়েছে।
সংগঠনের এক ব্যক্তি জানিয়েছেন, রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় বসার পর শ্রমিকরা বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। কোটি কোটি সেচের টাকা থাকা সত্বেও সরকার তা ব্যবহার করছে না।
সংগঠনের দাবিগুলো হল, আসন্ন দূর্গোপূজায় শ্রমিকদের বোনাস দেওয়া, শ্রমিকদের মজুরি বৃদ্ধি, নির্মাণ শ্রমিকদের বিভিন্ন নির্মাণ প্রকল্পের আওতায় আনতে হবে, রাজ্যের শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্হা করতে হবে। পাশাপাশি, কর্মক্ষেত্রে নির্মাণ শ্রমিকদের সুরক্ষা প্রদান করা, মহিলা শ্রমিকদের আলাদা করে সুরক্ষা প্রদান করা সহ আট দফা দাবি জানিয়েছে।