নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্টেম্বর: কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনকে আগামী একমাসের মধ্যে এমএলএ হোস্টেল খালি করার জন্য সচিবালয় থেকে নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, সুদীপ রায় বর্মনের দখলে থাকা কোয়ার্টারগুলি খালি করার জরুরি প্রয়োজন রয়েছে। যাতে সচিবালয় বিধানসভার স্বার্থে প্রয়োজনীয় উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে যেতে পারে।
অবিলম্বে কোয়ার্টার খালি করে এমএলএ হোস্টেলের সুপারিনটেনডেন্টের কাছে চাবি হস্তান্তর করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আইএলএস হাসপাতালের কাছে নবনির্মিত এমএলএ হোস্টেলে আবাসন প্রদানের জন্য আবেদন করার করাও উল্লেখ করা হয়েছে।

