ডিভিসির সঙ্গে সম্পর্ক ছেদ করলে রাজ্যের ৮ জেলা অন্ধকারে ডুববে: শুভেন্দু অধিকারী

কলকাতা, ২০ সেপ্টেম্বর (হি.স.): জল ছাড়া নিয়ে ডিভিসির ভূমিকায় ক্ষোভ প্রকাশ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও এই বিষয়ে লিখেছেন তিনি। এবার আসরে নামলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুক্রবার শুভেন্দু বলেন, উনি (মুখ্যমন্ত্রী) বলেছেন ডিভিসির সঙ্গে সম্পর্ক কাট-আপ করে দিতে। উনি কি জানেন রাজ্যের পশ্চিমাঞ্চলের ৭ থেকে ৮টি রাজ্যে আলো জ্বলে, কারখানা চলে, ট্রেন যায় ডিভিসির বিদ্যুতে। একটা নতুন পাওয়ার স্টেশন করতে পারেননি, এক ইউনিট বিদ্যুৎ তৈরি করতে পারেননি। ডিভিসির উপর নির্ভর করেন আবার ডিভিসিকেই কাট-আপ করবেন বলেছেন। এরপরেই মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করে শুভেন্দু বলেন, আজকের মধ্যে ডিভিসির সঙ্গে সম্পর্ক ছেদ করুন। আটটা জেলা অন্ধকারে ডুবে যাবে।