ভারত বাংলাদেশ সিরিজে একাধিক রেকর্ড হাতছানি দিচ্ছে কোহলিকে

কলকাতা, ১৯ সেপ্টেম্বর (হি.স.): বৃহষ্পতিবার চেন্নাইয়ে শুরু ভারত বাংলাদেশের মধ্যে প্রথম টেস্ট। এই সিরিজে হবে আরও একটি টেস্ট। গত জানুয়ারিতে শেষ টেস্ট খেলা কোহলি বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়েই আবার টেস্ট ম্যাচে ফিরছেন। আর প্রত্যাবর্তনের সিরিজেই কোহলির সামনে থাকছে  একগাদা রেকর্ডের  হাতছানি।

ঘরের মাঠে ১২ হাজার রান:

বর্তমানে খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে কারও ঘরের মাঠে ১২ হাজার রান নেই। এই মাইলফলক থেকে কোহলি  মাত্র ১১ রান দূরে আছেন। সবমিলিয়ে ঘরের মাঠে ১২ হাজারের বেশি রান আছে চার ক্রিকেটারের। তারা হলেন- শচীন টেন্ডুলকার (১৪১৯২ রান), রিকি পন্টিং (১৩১১৭), জ্যাক ক্যালিস (১২৩০৫) এবং কুমার সাঙ্গাকারা (১২০৪৩)।

বাংলাদেশের বিরুদ্ধে  চেতেশ্বর পুজারার গড়া রেকর্ড ভাঙার সুযোগ থাকছে কোহলির সামনে :

বাংলাদেশের বিপক্ষে টেস্টে সর্বোচ্চ রানের কীর্তি এখন চেতেশ্বর পুজারার দখলে। ৪৭৮ রান নিয়ে শীর্ষে থাকা পুজারার পিছনেই আছেন কোহলি। বাংলাদেশের বিপক্ষে ৪৩৬ রান নিয়ে সিরিজ শুরু করছেন কোহলি। এই রেকর্ড নিজের করে নেওয়ার জন্য আর কোহলির চাই  ৪২ রান। ডন ব্র্যাডম্যানকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ:

ডন ব্র্যাডম্যানের টেস্ট সেঞ্চুরির সংখ্যা ২৯। কোহলিও এখন সমান ২৯ সেঞ্চুরি নিয়ে তার পাশেই রয়েছেন। তবে বাংলাদেশের বিপক্ষে আর একটি সেঞ্চুরি করতে পারলেই ব্র্যাডম্যানকে ছাড়িয়ে যেতে পারবেন তিনি।

নাগালে ৯ হাজার টেস্ট রান:

বাংলাদেশ সিরিজে সবমিলিয়ে ১৫২ রান করতে পারলেই টেস্ট ক্রিকেটে ৯ হাজারি ক্লাবে নাম উঠবে কোহলির। ভারতের  এখন পর্যন্ত মোট তিন ব্যাটার আছেন এই তালিকায়। তারা হলেন- শচীন টেন্ডুলকার (১৫৯২১ রান), রাহুল দ্রাবিড় (১৩২৬৫) ও সুনীল গাভাস্কার (১০১২২)।

শচীনের রেকর্ড গুঁড়িয়ে দিতে কোহলির চাই আর মাত্র ৫৮ রান:

বাংলাদেশ সিরিজে ৫৮ রান করতে পারলেই সব ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ২৭ হাজার রান পূর্ণ হবে কোহলির। এই মাইলফলকে যেতে শচীনের লেগেছিল ৬২৩ ইনিংসে, তবে কোহলি ৫৯১ ইনিংসেই ২৬৯৪২ রান করেছেন। বাংলাদেশ সিরিজে দুই টেস্ট মিলিয়ে ৫৮ রান পেয়ে গেলেই শচীনের সেই রেকর্ড ভেঙে দেবেন কোহলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *