আগরতলা, ১৯ সেপ্টেম্বর : আজ প্রদেশ কিষান মোর্চার উদ্যোগে মহারাজগঞ্জ বাজারের সদস্য পদ সংগ্রহ অভিযানের অংশগ্রহণ করেন সাংসদ রাজীব ভট্টাচার্য্য।
এদিন বাজারের ব্যবসায়ী বৃন্দ ও নাগরিকদের সদস্যতা গ্রহণ করানো হয়েছে। প্রসঙ্গত, গত ২ সেপ্টেম্বর থেকে সারা দেশব্যাপী সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছিল। সারা দেশের সাথে রাজ্যেও ৩ সেপ্টেম্বর থেকে এই অভিযান শুরু হয়েছে। ত্রিপুরায় এ বছর ১০ লক্ষ সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।এদিন সাংসদ রাজীব ভট্টাচার্য্য, আপামর জনগণের কাছে ভারতীয় জনতা পার্টির সুবিশাল পরিবারে সংযুক্ত হতে আজই সদস্যতা গ্রহণ করতে অনুরোধ জানিয়েছেন।